পটিয়া বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

পটিয়া বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে অজ্ঞাত দুই যুবক বিএনপি অফিস ও দলীয় নেতাদের বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান লিখে পালিয়ে গেছে।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পটিয়া কলেজ গেইট এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ের সিঁড়ির গোড়ার দেয়ালে প্রথমে ওই স্লোগান লেখা হয়। পরে পৌর বিএনপি নেতা গাজী আবু তাহেরের মুন্সেফ বাজার এলাকার বাসভবনের দেয়াল, পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলামের সুচক্রদণ্ডী এলাকার বাড়ির দেয়ালসহ একাধিক স্থানে একইভাবে চিকা মারা হয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সকালে সাধারণ পথচারীরাও বিষয়টি দেখে বিস্মিত হন। পরে দুপুরে পটিয়া পৌর যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের নেতৃত্বে একটি দল ভিন্ন রঙ দিয়ে দেয়ালের লেখা মুছে ফেলে।

পৌর যুবদল নেতা হাবিবুর রহমান রিপন বলেন, “হেলমেট পরে দুই যুবক গভীর রাতে আমাদের অফিস ও কয়েকজন নেতার বাড়ির দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়ে যায়। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। আগেও একই ধরনের একটি চক্র পটিয়ার ইন্দ্রপুল এলাকায় একই লেখা লিখেছিল। দিনের বেলায় সাহস পায় না, রাতের অন্ধকারে এসব কাজ করছে।”

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে আমরা ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি।”

স্থানীয়রা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

সিটিজি পোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ