চবি’র ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল

বেতন বাবদ ৩৯ লাখ টাকা ফেরত চেয়ে চিঠি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

চবি’র ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল

অধ্যাপক মুনতাসীর মামুনের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তিনি দায়িত্ব পালন না করায় তার নিয়োগ বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক মুনতাসীর মামুনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। এতে জানানো হয় চলতি বছরের ৯ মার্চ বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত এবং ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভার অনুমোদনের ভিত্তিতে, ২০২৩ সালের ১৫ মার্চ থেকে তার নিয়োগ বাতিল করা হয়েছে।

একই চিঠিতে বলা হয়েছে, ওই তারিখ থেকে তিনি যে অর্থ পেয়েছেন তা বিশ্ববিদ্যালয়ে ফেরত দিতে হবে। হিসাব শাখার তথ্য অনুযায়ী, জুলাই মাস পর্যন্ত তার ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩৯ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

মুনতাসীর মামুনকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের মেয়াদে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ২০২১ সালের ১৫ মার্চ পদে যোগ দেন। নিয়োগকালে তার মাসিক সম্মানী ছিল ১ লাখ ৩৯ হাজার টাকা, যা এখন ফেরত দিতে বলা হয়েছে।

‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে চবিতে সৃষ্টি করা হয়েছিল। নিয়োগকালে উল্লেখ করা হয়েছিল, পদধারীর মূল দায়িত্ব হবে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা, গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং কর্মশালা আয়োজন।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “অধ্যাপক মুনতাসীর মামুন তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। গবেষণা প্রবন্ধ জমা দেননি এবং কর্মশালা আয়োজনও করেননি। অথচ নিয়মিত সম্মানী নিয়েছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মুনতাসীর মামুনের আগে ২০১৯ সালের মার্চে অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর দায়িত্ব পালন করেছিলেন। পরে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর তাকে সম্মানজনক পদবি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রামক্যাম্পাস