ধানের শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ কাজ করতে হবে: লায়ন হেলাল উদ্দিন
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, “অতিশীঘ্রই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ‘আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রতীকের প্রার্থীর পাশে থাকবো। প্রার্থী যেই হোক, আমরা তার পক্ষে মাঠে থাকবো ইনশাল্লাহ।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে আনোয়ারার কালাবিবি দিঘীস্থ একটি কনভেনশন হলে আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন হেলাল উদ্দিন বলেন, “ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায়, প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী ৯০ দিনের মধ্যেই আমাদের লক্ষ্য- ধানের শীষের বিজয় নিশ্চিত করা। সারাদেশের সব আসনের মধ্যে সর্বাধিক ভোটে বিজয় অর্জন করে আনোয়ারা-কর্ণফুলী আসনকে একটি শক্তিশালী সংসদীয় আসনে পরিণত করতে হবে। এজন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে।”
যুবসমাজের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, “যুবকরাই আগামী দিনের চালিকা শক্তি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেক যুবককে মাঠে নামতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিজয় আমাদের অনিবার্য।”
যুব সমাবেশে আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়ার সভাপতিত্বে এবং সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট নুরুল কবির রানা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাগির আহাম্মদ, দিল মো: মনজু, মনসুর উদ্দিন, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবদুল মঈন চৌধুরী ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন, আনোয়ারা উপজেলা যুবদল নেতা ওসমান সিকদার, সোয়েবুল ইসলাম, হোসেন, মুসা ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তৈয়ব মাহির, সাইফুদ্দীন দস্তগীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, হান্নান, সোহেল, বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ। এতে আনোয়ারা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের হাজার হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।



.jpg&w=3840&q=75)
