রাউজানে যুবদলকর্মী আলমগীর হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার
রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫
.jpg&w=3840&q=75)
রাউজানের যুবদলকর্মী মো. আলমগীর আলম (৫০) হত্যাকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাউজান সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাসেল খান (৪২)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রাসেল খান রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিষখান পাড়ার মৃত নুরুল আমিনের ছেলে। অপরজন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত পাড়ার চুনা করিমের ছেলে মো. হৃদয় (৩৫)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া এই দুইজনের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে জানান, ‘‘গত সোমবার রাতে নিহতের পিতা আব্দুর ছত্তার বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত রাসেল খান ও মো. হৃদয় দুইজনই এই হত্যা মামলার এজহার নামীয় যথাক্রমে ৭ ও ২১ নম্বর আসামী।তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’’
এদিকে গত সোমবার মধ্যরাতে পুলিশ কর্তৃক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল খানের আটকের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে নেমে আসে উপজেলা যুবদল, সেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে তারা আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার সকালেও রাসেল খানকে মুক্তি দাবীতে সকাল ১১ টায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মু্ন্সির ঘাটা হতে উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি উপজেলা ও থানা সড়ক প্রদক্ষিণ করে জলিল নগরে এসে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়।
একইদিন বেলা ১ টার দিকে একই ব্যানারে, একই নেতৃত্বে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মাঠপর্যায়ের কর্মীদের টার্গেট করে আওয়ামী লীগের দোসররা মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।
.jpg&w=3840&q=75)

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)