বাঁশখালীর সরল এলাকায় র্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-কার্তুজ উদ্ধার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীর সরল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার উত্তর সরল এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বাঁশখালী থানার সরল এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৩টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ১০টি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




.jpg&w=3840&q=75)