পটিয়ায় এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

পটিয়ায় এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঙ্গা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সাংগঠনিক কার্যক্রম। ৫ আগস্ট পরবর্তী বিগত দীর্ঘ সময় সাংগঠনিক স্থবিরতা থাকলেও নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষকে কাছে টানছে দলটি।

মঙ্গলবার দলের (২৮ অক্টোবর) বিকেলে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়ায় মহা আয়োজনে পালিত হল প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও শোভাযাত্রা। এতে পটিয়া উপজেলা ও পৌরসভার হাজারো নেতাকর্মীর অংশ নেন।

পটিয়া পৌরসদরের কর্ণফুলী কমিউনিটি সেন্টারে আয়োজিত র‍্যালি পূর্ব প্রতিষ্ঠাবার্ষিকীর সভায়  প্রধান অতিথি ছিলেন,  চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে ও উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি  ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, গণতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আমিনুল হক তানিম, আরও বক্তব্য রাখেন, পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা. রিদোয়ান আজাদ, উপজেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের জামান, সহ-সভাপতি কবির সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আবদুল কাদের, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক শেখ জায়েদ মানিক, যুগ্ম আহ্বায়ক মো. সৈকত, সদস্য সচিব মো. সাজ্জাদ, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রাকিব চৌধুরী, এলডিপি নেতা সেলিম চৌধুরী, আবদুর রশিদ, জাহেদুল হক, মামুনুর রশীদ, এরশাদ, সেলিম, ডা. জসিম, খোরশেদ, জাহাঙ্গীর আলম, জাকারিয়া, ইমরান, ওসমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এয়াকুব আলী বলেন, দলের ২০ বছরের এই পথচলা ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আমাদের লক্ষ্য জনগণের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা। নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা ২০ বছরের পথচলার স্মৃতি তুলে ধরছি, কিন্তু চোখ রয়েছে সামনের যাত্রায়। এলডিপি শুধু একটা দল নয়, এটা বাংলাদেশের যুবসমাজের স্বপ্নের প্রতীক। স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে আমরা লিবারেল মূল্যবোধ নিয়ে লড়াই করব স্বাধীনতা, সমতা আর অর্থনৈতিক উন্নয়নের পথে। পটিয়া থেকে শুরু করে চট্টগ্রামের প্রতিটি গ্রামে এই বার্তা পৌঁছে যাবে। জাতীয় নির্বাচনে এলডিপির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রমাণ করব যে ডেমোক্রেটিক শুধু কথায় নয়, কাজে বাস্তবায়িত হয়।

এয়াকুব আলী আরও বলেন, ২০ বছর আগে যে ছোট্ট বীজ থেকে এলডিপি গাছ হয়েছে, আজ তা ফল দিচ্ছে। কিন্তু চ্যালেঞ্জ এখনও রয়েছে, দুর্নীতির জাল, যুবকদের বেকারত্ব, নারীদের অধিকারের লড়াই। এলডিপির লিবারেল দর্শনই হবে বাংলাদেশের রাজনীতির নতুন দিশা, যেখানে ব্যক্তির স্বাধীনতা আর জাতীয় উন্নয়ন একসাথে এগোবে।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ হয়। র‍্যালিতে হাজারো নেতাকর্মী জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা ছিল উচ্ছাসিত। এ র‍্যালি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টেশনস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীরা চাঙ্গা হওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন পটিয়ার রাজনীতি সচেতন মহল।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণরাজনীতি