পটিয়ায় যুবদলের সেলাই মেশিন বিতরণ
তারেক রহমানের পক্ষ থেকে ৯ ওয়ার্ডে ৯ পরিবারকে উপহার
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পটিয়া পৌরসভা যুবদল। সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯টি অস্বচ্ছল পরিবারকে সেলাই মেশিন উপহার দেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভার ১নং ওয়ার্ড থেকে এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুরু হয়ে দুপুরে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরিদুল আলম, জসিম উদ্দীন মল্ল, আবু তৈয়ব, নুরুল হাকিম, যুবদল নেতা সবুজ, মনছুর, নাইম, বোরহান, আবু মুছা, লোকমান, সাইফুদ্দীন সোহেল, আলমগীর বাবু, হারুন, পাপ্পু, ইলিয়াস, ফারুক, আরমান, সুমন, হাছান, আজিজ, ছাত্রদল নেতা আসিফ হাছান, জাহেদ মুজাহিদ, প্রমী, তুষার, মুরাদ, সাকিব, রাকিব, সাদ্দাম, ও হান্নানসহ প্রমুখ।
সেলাই মেশিন বিতরণকালে পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মুক্তিকামী মানুষের দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের পরামর্শে প্রাথমিকভাবে ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এটি ধারাবাহিকভাবে চলবে।”
তিনি আরও বলেন, “শুধু সেলাই মেশিন নয়, আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ ও যুবকদের কর্মমুখী করার উদ্যোগও নেওয়া হয়েছে। সংগঠনের ঐতিহ্য ও তারুণ্যের অহংকার তারেক রহমানের চিন্তাধারাকে সামনে রেখে আমরা বাস্তবধর্মী প্রকল্প হাতে নিচ্ছি। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।”



.jpg&w=3840&q=75)
