রাউজানে বিয়ের একমাসের মধ্যে তড়িতাহত হয়ে নিভে গেল নববিবাহিত যুবকের জীবন
রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের রাউজানে বিয়ের মাত্র একমাসের মধ্যে তড়িতাহত হয়ে প্রাণ হারিয়েছেন নববিবাহিত যুবক মো. এহসান উল্লাহ (২৪)।
রোববার (৯ নভেম্বর) দুপুরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাপলঙ্গা গ্রামের শরীফ বাড়ির মিঠা পুকুর পাড়ে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত এহসান ওই এলাকার ব্যবসায়ী লোকমান হাকিমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে পারিবারিক প্রয়োজনে তার বাড়ির সম্মুখে সড়কের পাশে বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকা একটি বাঁশ কাটতে যান এহসান। এ সময় তড়িতাহত হয়ে মাটিতে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অনুসেন দাশগুপ্ত বলেন, তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি তড়িতাহত হয়ে মারা গেছেন। বিষয়টি রাউজান থানাকেও অবগত করা হয়েছে।
স্থানীয় সাবেক কাউন্সিলর এস. এম. রেজাউল রহিম আজম বলেন, এহসান খুব ভদ্র ও পরিশ্রমী তরুণ ছিল। বিয়ের আনন্দ এখন শোকে পরিণত হয়েছে। এমন মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে।
জানা গেছে, নিহত মো. এহসান দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। বাবার সঙ্গে উপজেলার ফকিরহাটে ‘রাউজান সু’ নামের পারিবারিক ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি।
গত ১০ অক্টোবর তিনি মাহিয়া আক্তার চৌধুরী নামে এক রমনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ১১ অক্টোবর আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তার অলিমা অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নববধূকে ঘরে তুলেন।
বিয়ের একমাসের মাথায় এমন মৃত্যুতে শোকে মুহ্যমান পরিবার। মাসখানেক ধরে যে ঘরে হাসি-আনন্দ বিরাজমান ছিল, সেখানে মুহূর্তেই নেমে এসেছে নিস্তব্ধতা। সোস্যাল মিডিয়ায় তার বন্ধু-বান্ধব, প্রতিবেশী, নিকটজনরা তার বিয়ের ছবি ব্যবহার করে জানাচ্ছেন শোকবার্তা।




