ধানের শীষ ঐক্যবদ্ধ বিএনপির প্রতীক, বিভাজনের নয়: হুমাম কাদের চৌধুরী
রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘‘ধানের শীষ ঐক্যবদ্ধ বিএনপির প্রতীক, বিরোধ কিংবা বিভাজনের নয়। বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, এখানে নেতাকর্মীও ব্যাপক। নির্বাচনী রাজনৈতিক প্রতিযোগিতাও কম নয়। কিন্তু অনেকেই ধানের শীষ পাওয়ার জন্য চেষ্টা করেছেন, তারা কেউ অযোগ্য নন। দল আমাকে নমিনেশন দেওয়ার মানে এই নয় যে, অন্যদের বাদ দিয়ে দিলাম। এমনটা ভাববার সুযোগ নেই। নমিনেশন পায়নি বলে উনাদের অসম্মান করা যাবে না। মানুষকে সম্মান করা এটা আমার পারিবারিক শিক্ষা। আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। এ পর্যায়ে দল আমাকে নমিনেশন দিয়ে রাঙ্গুনিয়ার দায়িত্ব তুলে দিয়েছে। এ দায়িত্ব আমার একা পালন করা সম্ভব নয়। মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। স্মরণ রাখতে হবে ধানের শীষ হারলে ফ্যাসিবাদ জিতে যাবে।’’
সোমবার (১০ নভেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার ৫ নং পারুয়া ইউনিয়নের মধ্যম পারুয়ায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রাঙ্গুনিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কাপ্তাই সড়ক চার লেইন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ রাঙ্গুনিয়াবাসী ভোট দিয়ে সংসদে পাঠালে এ সড়ক চার লেইনে উন্নিতকরণ, গ্রামীণ সড়ক, ব্রিজ কালভার্টসহ শিক্ষা, চিকিৎসা সেবার উন্নয়ন করে মানবিক রাঙ্গুনিয়া গড়ার কাজে আত্মনিয়োগ করবো।’’
এসময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অভাব অভিযোগের কথা শুনেন এবং বিদুৎ লাইন স্থাপন, পানি নিষ্কাশনের ব্যবস্থা,সড়ক সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন।
এসময় তিনি পারুয়া জিয়াউল উলুম মাদরাসা, সাহাব্দিনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও নিজাম উদ্দিন শাহ্ (রাহ্.) এর মাজার জিয়ারত করেন। এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও নারী পুরুষসহ সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
দিনব্যাপী এসব প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, হোসেন চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস সিকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, একতেয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল, উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ওসমান গনি, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হুমাম কাদের চৌধুরী বয়োজ্যেষ্ঠ মুরব্বিদের সাক্ষাৎ শেষে বলেন, ‘‘আমাকে যখন গুম করে নিয়ে যাওয়া হয় তখন আমি ভাবতাম হয়তো আর কারো সাথে কোনোদিন দেখা করতে পারবোনা। মুরুব্বিদের দোয়ার বদৌলতে আজ আপনাদের সাথে দেখা করা, কথা বলার সুযোগ হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক দিয়ে রাঙ্গুনিয়াবাসির ঋণ শোধ করার সুযোগ দিয়েছেন।’’




