চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী তালিকায় আবু সুফিয়ানের নাম ঘোষণার পরই প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আবু সুফিয়ানের নাম ঘোষণা করে কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) রাতে গুলশানস্থ চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণার সময় এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিওতে দেখা যায়—প্রার্থী তালিকা ঘোষণার এক পর্যায়ে একজন এসে মির্জা ফখরুলকে জানান, চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণায় সংশোধন রয়েছে। এরপর মহাসচিব তাৎক্ষণিকভাবে সেই ঘোষণা সংশোধন করেন এবং নামটি তালিকা থেকে প্রত্যাহারের কথা জানান।
এ বিষয়ে জানতে আবু সুফিয়ানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, চট্টগ্রাম-৯ আসনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এই আসনে জয়ী প্রার্থী সরকার গঠনে প্রভাব রাখেন বলেই রাজনৈতিক ইতিহাসে প্রচলিত ধারণা রয়েছে। ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত প্রায় সব সংসদ নির্বাচনে দেখা গেছে, চট্টগ্রাম-৯ থেকে বিজয়ী প্রার্থী পরবর্তী সময়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
এদিকে, আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কয়েকজন হেভিওয়েট নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। অন্যদিকে, জামায়াতে ইসলামী আগেই তাদের প্রার্থী চূড়ান্ত করায় তিনি ইতোমধ্যে এলাকায় সক্রিয় প্রচারণায় রয়েছেন।
চট্টগ্রাম জেলায় মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৯ সবচেয়ে আলোচিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। ফলে সবার চোখ এখন বিএনপি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই।




.jpg%3Fv%3D1762078412350&w=3840&q=75)