চট্টগ্রামে সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন ৯ এর অধিক আলোচিত হেভিওয়েট বিএনপি নেতা

চট্টগ্রামে বিএনপির ‘হেভিওয়েট’ নেতাদের মনোনয়ন সংকট

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন ৯ এর অধিক আলোচিত হেভিওয়েট বিএনপি নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণায় ভিন্ন চিত্র দেখা গেছে। দলটির সিনিয়র ও আলোচিত নেতাদের একটি বড় অংশ এবার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের এবং কক্সবাজারের মোট ১৩ বেশ কিছু আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

তবে জেলার বাকি ৬টি এবং কক্সাবাজারের একটি আসনে এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ সমন্বয়, স্থানীয় নেতৃত্বের অবস্থান এবং নীতি-নির্ধারকদের পর্যবেক্ষণের কারণে তালিকাটি প্রাথমিক হিসেবে রাখা হয়েছে। ভবিষ্যতে কিছু আসনে পরিবর্তন বা সংযোজন হতে পারে।

প্রকাশিত তালিকায় ৯ জনেরও বেশি পরিচিত ও গুরুত্বপূর্ণ নেতা সম্ভাব্য প্রার্থীর তালিকায় স্থান পাননি। তাদের মধ্যে রয়েছেন:

১. লায়ন হেলাল উদ্দীন: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ব্যাপক আলোচনায় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এই সদস্য সচিব। কিন্তু তার স্থলে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।

২. লায়ন মো. আসলাম চৌধুরী, এফসিএ: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাদ পড়েছেন বিএনপি চেয়ারপারসন এই উপদেষ্টা। তিনি কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিবের দায়িত্বেও ছিলেন। তার স্থলে সম্ভাব্য প্রার্থী হয়েছেন উত্তর জেলা বিএনপি নেতা কাজী সালাউদ্দিন। মনোনয়ন বঞ্চনার খবরে সোমবার আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

৩. আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ: কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ বাদ পড়েছেন। ঘোষিত তালিকায় এই আসন থেকে আপাতত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

৪. আবু সুফিয়ান: নগরীর ভিআইপি আসন হিসেবে পরিচিত চট্টগ্রাম-৯ (বাকলিয়া–কোতোয়ালি–চকবাজার আংশিক) আসনে প্রথমে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের নাম ঘোষণা হলেও পরে তা স্থগিত করা হয়। এরপর আর কোনো প্রার্থীর নাম দেওয়া হয়নি। আবু সুফিয়ান ২০১৮ সাল থেকেই চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে কাজ করলেও গত মাস থেকে হঠাৎ আসন পরিবর্তন করে চট্টগ্রাম-৯ আসনে কাজ শুরু করেন। এই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমও শক্ত মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন। ২০০৮ সালে তিনি এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।

৫. সাঈদ আল নোমান: চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–ডবলমুরিং–হালিশহর–পাঁচলাইশ) আসনের সম্ভাব্য প্রার্থীর দৌড়ে ছিলেন প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান।

শেষ পর্যন্ত এই আসনে সম্ভাব্য প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মূলত চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আসন পরিবর্তনে চমক এসেছে।

৬. ডা. শাহাদাত হোসেন: নগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনও চট্টগ্রাম-৯ ও ১১ আসনে আলোচনায় ছিলেন। তবে মেয়র হিসেবে দায়িত্ব পালনের কারণে শুরু থেকেই তার প্রার্থিতা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত আলোচিত এই নেতাকে মেয়র পদেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

৭. ইসরাফিল খসরু: চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১ আসনের যেকোনো একটিতে আলোচনায় ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি আমীর খসরু মাহমুদ চৌধুরীর পুত্র। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি এই তরুণ রাজনীতিক।

৮. গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। সংশ্লিষ্ট মহলে গুঞ্জন, সম্প্রতি পদ স্থগিত হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই আসনের প্রার্থীতার সিদ্ধান্ত আটকে আছে।

চট্টগ্রামে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকা:

১. চট্টগ্রাম-১ (মিরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান

২. চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরোয়ার আলমগীর

৩. চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন

৪. চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মীর হেলাল উদ্দিন

৫. চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী

৬. চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) এরশাদ উল্লাহ

৭. চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আমীর খসরু মাহমুদ চৌধুরী

৮. চট্টগ্রাম-১২ (পটিয়া) এনামুল হক

৯. চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সরোয়ার জামাল নিজাম

১০. চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

এতে সম্ভাব্য প্রার্থীর তালিকায় পরিবর্তনের সম্ভাবনা রয়ে গেছে। দলীয় সূত্র জানা গেছে, চট্টগ্রামের বাকি ৬টি আসনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এখনো চলছে। প্রয়োজন হলে ঘোষিত তালিকাতেও পরিবর্তন আনতে পারে বিএনপি।

ক্যাটাগরি:
চট্টগ্রামরাজনীতি