রাউজানে গভীর রাতে পুলিশের অভিযান: আটক ২, বিপুল আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

রাউজানে গভীর রাতে পুলিশের অভিযান: আটক ২, বিপুল আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারসহ দুইজনকে আটক করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

রোববার (৯ নভম্বর) দিবাগত রাতে এ অভিযানে দুইজনকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১০ নভেম্বর) সকালে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে একটি রিভলভার, চারটি বিদেশি পিস্তল, ৭.৬২ মিমি ক্যালিবারের রাইফেলের ৪২ রাউন্ড গুলি (বিওএফ লেখা), শর্টগানের ১৬ রাউন্ড কার্তুজ, সাতটি খালি ম্যাগাজিন, ৭.৬৫ মিমি পিস্তলের ১৯ রাউন্ড গুলি, দুটি রামদা, একটি রকেট ফ্লেয়ার, ৫০ পিস ইয়াবা, আনুমানিক ২৫০ গ্রাম গাঁজা এবং নগদ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের একটি সূত্র সিটিজি পোস্টকে জানিয়েছে, অভিযানে আটক দুইজন হলেন মো. সাকিব (২০) এবং শাহেদ (২৫)। তারা দুজনই উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

রাউজান থানার কর্মকর্তারা জানান, আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা অস্ত্র ও মাদক আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থগিত হওয়া ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও বিএনপি নেতা গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাউজানে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর