ফটিকছড়িতে গাছ চোরাকারবারিদের হামলায় দুই বনকর্মী আহত
ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা হাসনাবাদ রেঞ্জে গাছ চোরাকারবারিদের হামলায় বন বিভাগের দুই কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে হাসনাবাদ বিটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বি ও বিট কর্মী সোহেল।
নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান, ‘‘চোরাকারবারিরা সরকারি বনের গাছ কেটে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে রাব্বি ও সোহেল বাধা দিলে তারা হামলার শিকার হন। এ সময় চোরাকারবারিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের আহত করে পালিয়ে যায়।’’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আনিসুর রহমান।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম বলেন, ‘‘সরকারি বনে কর্মরত কর্মকর্তাদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’




