অন্তর্বর্তী কোন্দলের গুঞ্জন: চট্টগ্রাম ৩ ও ৬ সংসদীয় আসনে ঘোষিত হয়নি কোনো প্রার্থীর নাম

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী কোন্দলের গুঞ্জন: চট্টগ্রাম ৩ ও ৬ সংসদীয় আসনে ঘোষিত হয়নি কোনো প্রার্থীর নাম

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে উত্তর জেলার দুইটি আসনে বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি।

আজ সোমবার (৩ অক্টোবর) রাতে গুলশানস্থ চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণার করেন।

এতে চট্টগ্রাম উত্তর জেলা ( চট্টগ্রাম-১,২,৩,৪,৫,৬,৭) প্রার্থী ঘোষণাকালে চট্টগ্রাম-৩ ও ৬ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এতে সংশ্লিষ্ট মহল মনে করছেন চট্টগ্রাম-৬ আসনে গিয়াস কাদের ও গোলাম আকবর খন্দকারের মধ্যকার কোন্দলে প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে সংগঠনটি।

এদিকে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে মহানগর অঞ্চলের (চট্টগ্রাম-৯, ১০ ও ১১) প্রার্থী বাছাইয়ে বিএনপি এখনও পুরো প্রক্রিয়া চূড়ান্ত করতে পারেনি। তবে চট্টগ্রাম-১০ আসনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে চট্টগ্রাম উত্তরে এক নজরে দেখে নিন কারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী:

চট্টগ্রাম-১ : নুরুল আমিন চেয়ারম্যান

চট্টগ্রাম-২ : সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-৩ : ( পরে ঘোষণা )

চট্টগ্রাম-৪ : কাজী সালাউদ্দিন

চট্টগ্রাম-৫ : মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

চট্টগ্রাম-৬ : ( পরে ঘোষণা )

চট্টগ্রাম -৭ : হুম্মাম কাদের চৌধুরী

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তররাজনীতি