হাটহাজারীতে পৃথক স্থানে নারী ও পুরুষের দুই অজ্ঞাত মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক স্থানে এক নারী ও এক পুরুষের অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার মধুনাঘাট পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট ও পৌরসভার পশ্চিমাঞ্চলে দুটি স্থানে মরদেহ দুটি পাওয়া যায়।
সকাল ১০টার দিকে বুড়িশ্চর ইউনিয়নের মধুনাঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটে এক নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, “তিন–চার দিন আগের অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
অন্যদিকে, একই দিন সকাল ৭টার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমের পাহাড়ি এলাকার জিন্নুরাইন মাদ্রাসার প্রবেশপথে একটি মাছের প্রজেক্টের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মরদেহের পরনে ছিল লুঙ্গি ও টি-শার্ট; বয়স আনুমানিক ৫৫ বছর। মরদেহের ডান চোখের ওপরে চারটি সেলাইয়ের চিহ্ন এবং বাম চোখে আঘাতের দাগ রয়েছে।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
সিটিজিপোস্ট/জাউ




