চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিনজন গ্রেপ্তার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারুল ইক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে হঠাৎ করে ছাত্রলীগের একদল নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
এরপর পাঁচলাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত সরে পড়ার চেষ্টা করলে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। এসময় তারা দ্রুত সরে পরার সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।”
সিটিজিপোস্ট/জাউ




