চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার বিদেশি সিগারেট-মোবাইল জব্দ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার বিদেশি সিগারেট-মোবাইল জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে বিদেশি সিগারেট-মোবাইল সহ প্রায় ৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিটে বিমানবন্দরের কাস্টমস হলে রেগুলার তল্লাশিতে তাকে আটক করা হয়।

জানা যায় আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তিনি আজ সকাল ৯ টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে যাত্রীর লাগেজ তল্লাশি করে পাওয়া যায় ৫ কার্টুন বিদেশি সিগারেট, ৬টি মোবাইল ফোন, ১২ পিস বিউটি ক্রীম এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১ হাজার ৭০০ টাকা।

কাস্টমস সূত্রে জানা যায়, সিগারেট, ল্যাপটপ, ক্রীম ও মোবাইল ফোন ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় নিয়ম অনুযায়ী ডিউটি অ্যান্ড পেনাল্টি মূলে আটক করা হয়েছে।

এ অভিযানে মোট রাজস্ব আদায় ধরা হয়েছে ৮৭ হাজার ৫০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘‘উদ্ধার হওয়া এসব পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

এছাড়াও তিনি বলেন, ‘‘যাত্রীর পূর্বে কোনো অপরাধ রেকর্ড না থাকায় পাসপোর্টের তথ্য নোট করা হয়েছে এবং গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে মৌখিক সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’’

সিটিজি পোস্ট/এইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম