চট্টগ্রাম উত্তর জেলার চার আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৮ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনক্রমে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
ঘোষিত প্রার্থীরা হলেন: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে নাসির উদ্দীন তালুকদার, সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ ও পাহাড়তলী আংশিক ৯–১০ নং ওয়ার্ড) আসনে ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল-জাহিদ। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে শ্রমিক নেতা মিজানুর রহীম চৌধুরী। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে তাহসিন মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, গণসংহতি আন্দোলন।
দলটির সিনিয়র নেতারা জানিয়েছেন, জনগণের অধিকার, ন্যায় ও মর্যাদার বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই চার প্রার্থী জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে নির্বাচনী মাঠে নামবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাউজান, ফটিকছড়ি, সন্দ্বীপ ও সীতাকুণ্ডসহ পুরো চট্টগ্রাম উত্তর অঞ্চল এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি বৈষম্যহীন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথ উন্মুক্ত হবে।




