ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রদলের মিছিল

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ নভেম্বর, ২০২৫

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রদলের মিছিল

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এ মিছিলের সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সুলতান সানি এবং সঞ্চালনা করেন ১নং যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মারুফ।

মিছিলটিতে কোতোয়ালী থানা ছাত্রদলের আওতাধীন ৮টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর লাভ লেইন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে গিয়ে মহানগর ছাত্রদল আয়োজিত প্রধান সমাবেশে যোগ দেয়।

বিপ্লব ও সংহতি দিবসের এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম