হালিশহরে ছুরিকাঘাতে যুবক নিহত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ নভেম্বর, ২০২৫

হালিশহরে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির শাপলা আবাসিক এলাকার মুখে ঘটনাটি ঘটেছে। নিহত আকবর স্থানীয় একটি লোহার ডিপোতে কর্মরত ছিলেন।

নিহতের বোন জানান, ‘‘রাত ৯টার দিকে আকবরকে লক্ষ্য করে মোটরসাইকেলযোগে ৪-৫ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ভয়ে এগিয়ে আসেননি। পরে দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকবরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

বিস্তারিত আসছে...

ক্যাটাগরি:
চট্টগ্রাম