চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যায় সাজ্জাদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যায় সাজ্জাদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যাকাণ্ডে সাতজনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বায়েজিদ বোস্তামী থানায় বাবলার বাবা আব্দুল কাদের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিদেশে পলাতক সাজ্জাদকে এক নম্বর আসামি করা হয়েছে।

এজাহারে সাজ্জাদের পাশাপাশি রায়হান, মোবারক হোসেন ইমন, বোরহান, আলাউদ্দিন, মো. হেলাল ও মো. নিজাম উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১৫–১৬ জনকেও মামলার আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এক সপ্তাহ আগে সাজ্জাদ ফোন করে সরোয়ারকে প্রাণনাশের হুমকি দেয়। সে সময় সাজ্জাদ তাকে বলে, “তোমার সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে।” হুমকির বিষয়টি সরোয়ার তার পরিবারকে জানিয়েছিল।

জানা গেছে, ৫ নভেম্বর সন্ধ্যায় চালিতাতলী এলাকায় গণসংযোগে যান চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এসময় অস্ত্রধারীরা সরোয়ারের গলা, থুতনি, পেট, পা, পিঠ ও ঘাড়ে পরপর গুলি চালায়। সাতটি গুলি তার শরীরে লাগে। একই ঘটনায় বুকে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ এবং তার সহযোগী ইরফানুল হক শান্তর মাথা ও গায়ে চারটি গুলি লাগে।

গুলিবিদ্ধদের দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সরোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন। এরশাদ উল্লাহ ও ইরফানুল হক শান্ত বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এরশাদ উল্লাহকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

মামলার পর র‌্যাব অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি আলাউদ্দিন ও মাছ হেলালকে গ্রেপ্তার করে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম