ভাগ্যের চাকা ঘুরল হারুন সরদারের: ২ কোটি দিরহামের ‘বিগ টিকেট’ জয়

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ অক্টোবর, ২০২৫

ভাগ্যের চাকা ঘুরল হারুন সরদারের: ২ কোটি দিরহামের ‘বিগ টিকেট’ জয়

সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ১৫ বছর ধরে ট্যাক্সিচালক হিসেবে কাজ করছেন বাংলাদেশের হারুন সরদার। জীবনের প্রতিটি ক্ষণ'ই কাটিয়েছেন কঠোর পরিশ্রমে, পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্নে। আর সেই স্বপ্নই এবার বাস্তবে দেখা দিলো ভাগ্যের অবিশ্বাস্য এক মোড়ে।

শুক্রবার (৩ অক্টোবর) খালিজ টাইমসের বরাতে জানা যায়, সেপ্টেম্বর মাসের ‘বিগ টিকেট’ লটারির গ্র্যান্ড প্রাইজে জিতেছেন হারুন সরদার। পুরস্কারের পরিমাণ ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা। শুক্রবারে'ই ঘোষণা হয় এই ফলাফল। তবে হারুন একা এই টিকেট কেনেননি; তিনি আরও ৯ জনের সঙ্গে মিলে যৌথভাবে লটারিটি কিনেছিলেন।

হারুন সরদারের ১৫ বছরের প্রবাসজীবনের আদোপান্তে জানা যায়, ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে তিনি। তখন থেকেই শারজাহতে ট্যাক্সি চালিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন। প্রবাস জীবনের কঠিন বাস্তবতায় দিন গুজরান করা এই মানুষটির জীবনে হঠাৎ করেই নেমে আসে সৌভাগ্যের ঝলক। লটারির ফল ঘোষণার পর আনন্দে আপ্লুত হারুন বলেছেন, “বিশ্বাসই করতে পারছি না, আল্লাহ আমার পরিশ্রমের মর্যাদা দিয়েছেন।”

শুধু হারুন নন, ওই একই ড্রতে আরও কয়েকজন বাংলাদেশিও ভাগ্যবান হয়েছেন। শারজাহতেই আরেক প্রবাসী বাংলাদেশি জিতেছেন রেঞ্জ রোভার ভেলার গাড়ি। এছাড়া ‘বিগ উইন কনটেস্ট’-এ ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী পেয়েছেন দেড় লাখ, ১ লাখ ১০ হাজার এবং ৮৫ হাজার দিরহাম করে পুরস্কার।

অন্যদিকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের আরও চারজন প্রত্যেকে জিতেছেন ৫০ হাজার দিরহাম।

অক্টোবরের আরেকটি গ্র্যান্ড প্রাইজের ড্র অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। এবার পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে আড়াই কোটি দিরহাম। সেই সঙ্গে প্রতি সপ্তাহে পাঁচজন ভাগ্যবান বিজয়ী পাবেন ২৪ ক্যারেটের আড়াইশ গ্রাম ওজনের সোনার বার।

পরিশেষে, হারুন সরদারের এই জয় প্রমাণ করে প্রবাসজীবনের কষ্টের মাঝেও ভাগ্য একদিন হাসে। তার এই সাফল্য যেন নতুন করে আশার আলো জ্বালিয়েছে হাজারো প্রবাসী বাংলাদেশির মনে। হয়তো পরের ড্রয়ের বিজয়ীর নামও আবার কোনো হারুন সরদারই হবে এ আশাতেই মুখিয়ে আছে প্রবাসীরা।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
ফিচার