মহালয়া উপলক্ষে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের বর্ণাঢ্য উৎসব
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মহালয়া উপলক্ষ্যে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের আয়োজনে রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য উৎসব। দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের লোগো উন্মোচন, স্মারকগ্রন্থ প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত কুমার রায়। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তম কুমার সরকার।
এসময় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জন মজুমদার, বিশ্বনাথ দে, অসীম কুমার ভট্টাচার্য, প্রদীপ কুমার রায় চৌধুরী, দিনোবন্ধু তালুকদার ও রাজু চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অদুল কান্তি চৌধুরী, অনিতা চৌধুরী ও মৃনাল কান্তি চৌধুরী।
বক্তারা বলেন, “মহালয়া দুর্গোৎসবের একটি অপরিহার্য অংশ। পুরাণ মতে, এই দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবী শক্তির আবাহনের মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। তাই মহালয়া কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সনাতন ধর্মালম্বীদের জন্য আবেগ, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক বিশেষ মুহূর্ত।”
দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের সঞ্চালনা করেন স্বর্ণালী ঘোষ। নৃত্য পরিচালনা করেন মিতা হায়িত ও সঞ্চিতা রায়। সংগীত পরিচালনা করেন শিমুল দেবনাথ। চণ্ডীপাঠে অংশ নেন শুভ ব্যানার্জি।
সিটিজিপোস্ট/ এসএইচএস
_(40).jpg&w=3840&q=75)
_(28).jpg&w=3840&q=75)
.jpg&w=3840&q=75)

