'ডিগিং' ও 'দ্যা লেক আইয়াল অফ ইনিসফ্রি' কবিতার ভেতর দিয়ে আইরিস জনপদের আইডেন্টিটি দেখা
কবিতা পর্যালোচনা
শাখাওয়াত হোসেন সাকিব | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৪ অক্টোবর, ২০২৫
_(28).jpg&w=3840&q=75)
সিমাস হেনির 'ডিগিং'(Digging) ও উইলিয়াম বাটলার ইয়েটসের 'দ্যা লেক আইয়াল অফ ইনিসফ্রি'(The Lake isle of innisfre) কবিতায় আইরিস জনপদের মানুষের পেশা ও স্মৃতি রোমন্থনের যে ব্যাপার তা উন্মোচিত হয় এই দুই লেখকের কবিতার ভেতরে দিয়ে কথা বলা ও লেখার মাধ্যমে। দুই কবির শৈল্পিক স্বত্তার ভেতর থেকে জীবন দেখার মাঝেও যে তাদের সৃষ্টির মূল আইরিস জনপদ কোনো অংশে ছোট না! তা নানান ভাবে শব্দের মাধ্যমে দেখিয়ে গিয়েছেন।
সিমাস হেনির “Digging” ও উইলিয়াম বাটলার ইয়েটসের “The Lake Isle of Innisfree” কবিতার ভেতর দিয়ে আইরিশ জনপদের আত্মপরিচয়, পেশা, সংস্কৃতি ও স্মৃতিচর্চার এক সূক্ষ্ম প্রতিফলন দেখা যায়। দুই কবির কবিতার ভাষা, চিত্রকল্প ও প্রতীকের ব্যবহারে ফুটে ওঠে তাদের মাটির টান, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, এবং নিজস্ব সাংস্কৃতিক স্বত্তার পুনর্নির্মাণের।
১৯৬০ এর প্রেক্ষাপটে 'ডিগিং' কবিতাটা লেখা। ওই সময়ে আইরিসদের 'দ্যা ট্রাবলস' নামে কিছু কন্ফ্লিক্ট চলছিলো যেটাকে স্পেসিফিক্যালি নর্দার্ন আইল্যান্ড কন্ফ্লিক্ট বলা হয় যা মূলত রাজনৈতিক এবং জাতীয়তাবাদী কন্ফ্লিক্ট ছিলো। যদিওবা এই কবিতার সাথে সে কন্ফ্লিক্টের কোনো সরাসরি সংযোগ নেই। তবে, আইরিস জনপদের কৃষিকাজের মাহাত্ম্যকে উপযুক্ত উপায়ে জানান দেবার ও নিজেদের কৃষিকাজের ঐতিহ্যকে ভুলে না যাবার একটা মাধ্যম হিসেবে এই কবিতাটি যর্থাথ এবং আমরা ধরে নিতে পারি উনি ইন্ডাইরেক্টলি আইরিস জনপদের উদ্ভুত অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করবার একটা প্রয়াস হিসেবে এই কবিতা দিয়ে নিজেদের আদিম পেশা 'কৃষিকাজকে' মনে করিয়ে দিয়েছেন যাতে অবিভক্ত আইরিস জনপদের কোনো বিভাজন না ঘটে।
অন্যদিকে, ১৮৮৮ সালে লেখা উইলিয়াম বাটলার ইয়েটসের কবিতা ' দ্যা লেক আইয়াল অফ ইনিসফ্রি' একটা স্মৃতি রোমন্থন কবিতা। কবিতার মূল উপলক্ষ্য ইনিসফ্রি লেকটি জনবসতিহীন এবং কবি এই লেকের স্মৃতি রোমন্থন করেন ড্রিংকসের একটি এডভারটাইজম্যান্ট দেখে।
Digging
প্রথমত সিমাস হেনির কবিতা 'ডিগিং নিয়ে কথা বলা যাক! এই কবিতার স্পিকার কে? সিমাস হেনি নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তরে যাওয়া মুশকিল। তবে কবিতার স্পিকার একজন লেখক যিনি তার পূর্বপুরুষদের কৃষিকাজের সংস্কৃতির সাথে সাহিত্যের একটি সংযোগ স্থাপন করছেন কবিতা সৃষ্টির মাধ্যমে। কবিতায় লেখকের বাবা,দাদারা ছিলেন পরিশ্রমী কৃষক। লেখক তার বাবা, দাদাদের ঐতিহ্যগত কৃষিকাজকে অনুসরণ না করলেও লেখনীর মাধ্যমে তিনি সেই ঐতিহ্যকে ধারন করেন। কৃষিকাজের মধ্যে কবিতায় আলু ও পিট মসের(এক ধরনের শৈবাল উদ্ভিদ) কথা বলা হয়েছে। যেভাবে লেখকের বাবা,দাদারা মাটি খননের মাধ্যমে কৃষি কাজ করতেন ঠিক একইভাবে লেখক তার কলমের লেখনীর মাধ্যমে কবিতা সৃষ্টির কাজ করে যাচ্ছেন। যেখানে তার পূর্বপুরুষদের শ্রমের ও লেখনীর শ্রমের তারতম্য নেই! তার হয়তো কৃষিকাজে ব্যবহ্নত ইন্সট্রুমেন্ট 'কোদাল' নেই কিন্তু তার লেখনীর ইন্স্ট্রুমেন্ট 'কলম' আছে যার মাধ্যমে কবিতা তৈরি করে যাবেন। তিনি কবিতায় এসব কথা এভাবে জানান:
"I’ve no spade to follow men like them.
Between my finger and my thumb
The squat pen rests.
I’ll dig with it."
অর্থাৎ, কৃষিকাজে খনন করার ক্ষেত্রে যেমন কোদাল(Spade) ব্যবহার করা হচ্ছে লেখক তার লেখনীর অস্ত্র বা ইন্সট্রুমেন্ট (Squat) হিসেবে কলম ব্যবহার করছেন। অর্থাৎ কৃষকের কোদাল(Spade) আর লেখকের ইন্স্ট্রুমেন্ট( pen) রিটোরিক্যালি জাক্সটাপজিশনের চোখে দেখানো হচ্ছে! যেখানে কম্পেয়ার ও কন্ট্রাস্ট দুটোই করা যায়।
এই কবিতায় 'ডিগিং' শব্দটা লেখক আক্ষরিক এবং রুপক অর্থে ব্যবহার করছেন। বস্তুত, মেটাফোরিক্যালি তিনি কোদাল ও কলমকে মুদ্রার এপিট-ওপিট হিসেবে দেখছেন। কলম ও কোদাল কবিতার সিম্বল হলেও এখানে কৃষকের শ্রম ও লেখকের শ্রমের সামঞ্জস্যতা আছে যা একটা ব্রিজ তৈরি করে দিয়েছে আইরিস জনপদের সংস্কৃতি এবং এই সংস্কৃতি নিয়া সাহিত্য উৎপাদনের।
সিমাস হেনির কবিতায় মেমোরি রিকলিংয়ের বিষয়বস্তু পাওয়া যায়। এই কবিতায় দিয়ে হয়তো তার রিকলিং বিষয়টা শুরু হয়েছিলো। যেমন কবিতার দ্বিতীয় অংশে স্পিকার মাটি খননের কর্কশ আওয়াজকে ফলো করতে করতে তার বাবার বিশ বছর আগের আলু চাষের দৃশ্যে নিয়ে যায় এবং কিছু সূক্ষ্ম বর্ণনা দেন এভাবে:
The coarse boot nestled on the lug, the shaft Against the inside knee was levered firmly.
He rooted out tall tops, buried the bright edge deep To scatter new potatoes that we picked
কবিতায় পিট মসের-peat moss(এক ধরনের শৈবাল উদ্ভিদ যা ফুয়েল হিসেবে ব্যবহ্নত হয়) কথা আছে, এসবের বাচাইয়ের কাজটা লেখকের দাদা করতো এবং তার সুনিপুণ পিট মস বাচাই করা এবং গুড টার্ফগুলো বের করার কাজকে তিনি শৈল্পিকতায় রুপ দিচ্ছেন।
Nicking and slicing neatly, heaving sods
Over his shoulder, going down and down
For the good turf. Digging.
উপরোক্ত বিশ্লেষণের থেকে বোঝা যায় যে, সিমাস হেনি তার বাবা,দাদাদের কৃষিকাজের প্রতি গ্রেটলি ইন্ফ্লুয়েন্সড ছিলেন এবং তিনি যে কৃষিকাজকে ধারণ করতেন তা কবিতার বর্ণনায় বলে যাচ্ছেন ৷হেনির এই কবিতাটি আইরিশ জনপদের ভূমির সাথে গ্রেট কানেকশনের বিষয়টা পাওয়া যায় কবিতার সেটিংস থেকে অর্থাৎ, সিমাস হেনির ব্যাকরাউন্ড আর পিট মস থেকে। হিস্ট্রি থেকে এ ব্যাপারটা জানা যায় যে, আইরিস জনপদের খাদ্য ও ফুয়েলের জন্য কৃষির উপর নির্ভর থাকতে হতো। অপর্যাপ্ততা ও দরিদ্রতার জন্যে তারা ফুয়েল হিসেবে কোল( Coal) ব্যবহার করতে পারতো না! অল্টারনেটিভ হিসেবে পিট মস ব্যবহার করতে হতো ! এবং এসব জায়গায় তিনি ওই সময়কার কৃষকদের কাজের সংস্কৃতিকে সাহিত্যের আদলে এনে তার আইরিস আইডেন্টিকে যথার্থভাবে ফ্লারিশ করছেন।
The Lake isle of innisfree
দ্বিতীয়ত, ইনিসফ্রি কবিতা নিয়ে বলা যাক। লন্ডনের ফ্লিট স্ট্রিটের কাজ করার সময়ে ২৩ বছর বয়সে উইলিয়াম বাটলার ইয়েটস লেখা কবিতা "The Lake isle of innisfree।" আইরিস টার্ম ইনিস ফ্রাকের(Inis fraoch) ইংরেজিকরণ ইনিসফ্রি(innisfree) যার অর্থ হেদার আইল্যান্ড! ইনিস বলতে আইল্যান্ড বোঝায় আর ফ্রাক হইলো কেলটিক মিথোলজির একজন হিরো। লেকটার নাম'ই ছিলো আইরিসদের মিথোলজির একজন হিরোর নামে। একদিন ফ্লিট স্ট্রিটে হাটার সময় ড্রিংকসের এডভার্টাইজমেন্ট দেখে ইয়েটসের স্লিগো ও ইনিসফ্রি লেকের কথা মনে পড়ে যায়। এরপর থেকে তার মধ্যে ইমেজারি জিনিসপত্র ঘুরতে থাকে।মৌমাছি,শিম,ক্রিকেটের গান,বেগুনি, লিনেট পাখি,লেকের শব্দ ইত্যাদি এবং এই সবকিছু উনি অন্তরের ভেতর থেকে অনুভব করতে পারেন বলে তার কবিতার শেষ লাইনে এভাবে বলছেন:
While I stand on the roadway, or on the pavements grey,
I hear it in the deep heart’s core.
কবিতার অর্নামেন্টেশন, ফিগার অব স্পিচ,ইম্যাজারি,পার্সোনিফিকেশন ইত্যাদির মাধ্যমে ইনিসফ্রি লেকের বর্ণনা দিতে থাকেন অর্থাৎ, তিনি বর্ণনা দিতে গিয়ে নিজ ভূমির সাথে তার কানেকশন ও আইডেন্টিটিকে তুলে ধরছেন মিথ ও হিস্ট্রির ভেতর দিয়ে। যেমন কিছু ব্যাপার এমন আছে যে, কবিতায় ইনিসফ্রি নিয়ে তিনটা সময়ের বর্ণনা দিয়েছেন ইয়েটস। তিনি বলছেন:
There midnight's all a glimmer,and noon a purple glow,
And evening full of the linnet's wings.
অর্থাৎ, মধ্য রাতের লেকের ম্লান হয়ে যাওয়া, মধ্যাহ্নে লেকের বেগুনি রিফ্লেকশন আর লিনেট পাখির পাখাগুলো ঝাপটানোর মত লেকের পানির দোদুল্যমান অবস্থার চিত্র তুলে ধরেছেন উনার শৈশবের কিছু স্মৃতি মাথায় চেপে রেখে। এর দ্বারা তিনি রিডারদের কল্পনায় একটা ভিজুয়ালাইজেশন দিচ্ছেন যে তার ইনিসফ্রি লেক পৃথিবীর অন্য কোনো লেকের সৌন্দর্যের চেয়ে কম না!
ছোট এই পয়েমটার মধ্যে প্রকৃতির সাথে তার সম্পর্কের রুপ ও প্রকৃতির সৌন্দর্য দিয়ে নিজ ভূমির সাথে তার নিজ স্বত্তার কানেকশন দেখানোর ব্যাপারটায় তার আইডেন্টিটির প্রকাশ ঘটায় সাহিত্যের ভেতর দিয়ে এবং কবিতায় স্মৃতিরোমন্থনে একটা লেককে উপলক্ষ করে নিজের জন্মভূমির প্রতি টান এবং এই টান তার আইডেন্টিটি কি? তা পূণরায় মনে করিয়ে দিচ্ছেন কবিতার নাম 'দ্যা লেক আইয়াল অফ ইনিসফ্রি' এর মাধ্যমে।
সিমাস হেনি ও উইলিয়াম বাটলার ইয়েটস, এই দুই প্রজন্মের দুই কবি কিন্তু উভয়ের কবিতাই এক বিন্দুতে এসে মিলেছে আইরিশ ভূমি ও সংস্কৃতির প্রতি অনুরাগে। একজন কলম দিয়ে মাটির ঐতিহ্য খনন করেন অন্যজন স্মৃতির লেকের জলে নিজের স্বদেশকে প্রতিফলিত করেন।
“Digging” কবিতায় ঐতিহ্য ও পরিশ্রমের প্রতীক হিসেবে মাটি আর “The Lake Isle of Innisfree” কবিতায় প্রকৃতি ও স্মৃতির প্রতীক হিসেবে লেক; দুটিই আইরিশ আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। এই দুই কবিতা তাই কেবল সাহিত্য নয়, বরং আইরিশ জনপদের আত্মার প্রতিধ্বনি।
উপসংহারে বলা যায়, দুই কবির দৃষ্টিতে আইরিশ পরিচয়ের পুনঃপ্রতিষ্ঠার একটা প্রয়াস জারি ছিলো কবিতা উৎপাদনের ভেতর দিয়ে।

.jpg&w=3840&q=75)
_(40).jpg&w=3840&q=75)


