শনিবার, ৬ সেপ্টেম্বর, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ মোঃ বখতিয়ার উদ্দিন মন্জু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেনা সদস্যরা তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১৯৯ রাউন্ড গুলি এবং ১৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে।
সেনাবাহিনী সূত্র জানায়, খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে। প্রথমে দলটি নোয়া হাট এলাকার মোঃ সেলিমের বাড়িতে তল্লাশি চালায়, তবে সেখানে কোনো অস্ত্র বা সরঞ্জাম মেলেনি।
পরে দলটি গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মন্জুর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩০ সেপ্টেম্বর, ২০২৫
চার মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু।সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। সন্ধ্যায় নিজ গ্রামে ফিরে গেলে তাকে ঘিরে এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।নুরুল আহসান লাভু ...
৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
চার মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু।সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। সন্ধ্যায় নিজ গ্রামে ফিরে গেলে তাকে ঘিরে এলাকাজুড়ে আনন্দ-উচ্...