বাংলাদেশ রেলওয়ের ট্রেনে বিনা টিকিটে যাত্রী পরিবহনের প্রবণতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সাধারণ বগি ছাড়িয়ে এখন শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন ও প্রথম শ্রেণীর বার্থেও অবাধে যাতায়াত করছেন বিনা টিকেটের যাত্রীরা। এতে এ্যাটেন্ডেন্ট ও ট্রেন পরিচালকদের পকেট ভরলেও বিপুল রাজস্ব হারাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সম্প্রতি “ট্রেনের কার্ড পাসে কর্মকর্তাদের অবাধ দখল, এসি কেবিন বঞ্চিত যাত্রীরা” শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্টে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে রেল কর্তৃপক্ষের। এর পরপরই রেলওয়ে মহাপরিচালকের নির্দেশে চালু হয় কার্ড পাস বুকিংয়ে কঠোরতা ও আনুষ্ঠানিক প্রক্রিয়া। ফলে কিছু কেবিন ফাঁকা থাকলেও অসাধু কর্মচারীরা কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে অবৈধভাবে যাত্রী ভর্তি করে মুনাফা কামাচ্ছেন এখনো।
রেল সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকা গামী ওয়ান আপ মেইল ট্রেনের ২১২ নং কোচে এ ধরনের ঘটনা ধরা পড়ে। ওইদিন ১১টি সীট বুকিং না হলেও সেগুলো খালি ছিল না। বরং বিনা টিকেটের যাত্রীতে কানায় কানায় পূর্ণ ছিল কেবিনগুলো।
সিটিজি পোস্ট প্রতিবেদকের হাতে আসা ছবি ও তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, প্রতিটি নন এসি কেবিন সীটের ভাড়া ৯৪২ টাকা এবং এসি কেবিনের ভাড়া ১৪৪৮ টাকা হলেও এগুলো রেলওয়ে কোষাগারে জমা না হয়ে অসাধু কর্মচারীদের পকেটে যাচ্ছে।
প্রতিটি কোচে একজন এ্যাটেন্ডেন্ট ও একজন ট্রেন পরিচালক দায়িত্বে থাকেন। অথচ তাদের উপস্থিতিতেই বিনা টিকেটে যাত্রী চলাচল করছে। এতে বৈধ যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।
রেল সূত্রে জানা যায়, ওই ট্রেনে দায়িত্বে ছিলেন ওয়ার্কিং গার্ড অভি ও কন্ডাকটর গার্ড জুনায়েদ।
এ নিয়ে সাধারণ যাত্রী রাকিব উদ্দীন বলেন, “এমনিতেই রেলওয়েতে অনিয়মের শেষ নেই। ফাঁকা কেবিনগুলো এবার নতুন অনিয়মের সুযোগ তৈরি করছে।”
রেল সংশ্লিষ্টরা জানান, কার্ড পাসের অপব্যবহার বন্ধ হলেও কিছু অসাধু চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভারী করছে। সংশ্লিষ্ট মহল একে “শুভঙ্করের ফাঁকি” এবং “চোর-পুলিশ খেলা” হিসেবে অভিহিত করেছেন।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, “প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, " দুই সপ্তাহের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর বিপরীতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।”
সিটিজিপোস্ট/ এইচএস
৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।রেলওয়ে সূত্রে জানা যায়, দোহাজারি কাঁচা বাজারের ইজারাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।প্রত্যক্...
৩০ সেপ্টেম্বর, ২০২৫
২৮ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
২১ সেপ্টেম্বর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে...