খাগড়াছড়িতে হামলায় ৩ পাহাড়ির প্রাণহানি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে হামলায় ৩ পাহাড়ির প্রাণহানি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সদস্য, গুইমারা থানার ওসি এবং তিনজন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। ঘটনাটিতে গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে নিহতদের জন্য শোক জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় প্রাণহানি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত হওয়ার ঘটনায় মন্ত্রণালয় গভীরভাবে মর্মাহত। একইসাথে জানানো হয়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম