রাউজানে সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনিটরিং সেল স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় রাউজান উপজেলার মুন্সির ঘাটা দলীয় কার্যালয়ের সম্মুখে সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পূজা মণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে এই মনিটরিং সেল স্থাপন করা হয়েছে।
এই উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক।
জেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা আবু বক্কর চৌধুরী, উত্তর জেলা যুবদল নেতা মোজাম্মেল হক, ইকবাল হোসেন চৌধুরী, সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, খোরশেদুল আলম জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, রাউজান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন পালিত বাসু, সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধিব দে সজিব, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব এম শাহজান সাহিল, উত্তর জেলা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, যুবদল নেতা মুহাম্মদ রেওয়াজ, মোহাম্মদ সালাউদ্দিন, রিয়াজ উদ্দিনসহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের সার্বিক তত্ত্বাবধানে এই মনিটরিং ক্যাম্পের মাধ্যমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩৩ টি পূজা মণ্ডপ মনিটরিং করা হবে। যাতে দুষ্কৃতকারীরা কোন রকমের অরাজকতা সৃষ্টি করতে না পারে।
সিটিজিপোসস্ট/জাউ
২ অক্টোবর, ২০২৫
রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গত নবমীর দিন সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফাত উল্লাহ বাবুলের সার্বিক তত্ত্বাবধানে মালাকার পাড়া পূজা মণ্ডপ, ডুল্লা পাড়া মাতৃ মন্দির পূজা মণ্ডপ ও বাগোয়ান গশ্চি ব্রাহ্মদাশ পা...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গত নবমীর দিন সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফাত উল্লাহ বাবুলের সার্বিক তত...