শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বোয়ালখালী থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
তিনি গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপ, কানুনগোপাড়া এবং শ্রী শ্রী শ্যামাচাঁদ ঠাকুর বাড়ি (হরি মন্দির) পূজা মণ্ডপ, আমুচিয়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এসময় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, সিসি ক্যামেরার কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের তৎপরতা এবং জননিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সদস্য, ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার নির্বিঘ্ন আয়োজন নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না।”
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল), অফিসার ইনচার্জ, বোয়ালখালী থানা এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস
২ অক্টোবর, ২০২৫
রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গত নবমীর দিন সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফাত উল্লাহ বাবুলের সার্বিক তত্ত্বাবধানে মালাকার পাড়া পূজা মণ্ডপ, ডুল্লা পাড়া মাতৃ মন্দির পূজা মণ্ডপ ও বাগোয়ান গশ্চি ব্রাহ্মদাশ পা...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গত নবমীর দিন সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফাত উল্লাহ বাবুলের সার্বিক তত...