জামিনে মুক্তি পেলেন ছিপাতলির চেয়ারম্যান নুরুল আহসান লাভু

চার মাস পর কারামুক্ত হয়ে এলাকায় ফিরলেন জনপ্রিয় এই চেয়ারম্যান

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

জামিনে মুক্তি পেলেন ছিপাতলির চেয়ারম্যান নুরুল আহসান লাভু

চার মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু।

সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। সন্ধ্যায় নিজ গ্রামে ফিরে গেলে তাকে ঘিরে এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।

নুরুল আহসান লাভু স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয়। তিনি পরপর দুইবার নৌকা প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ৮ মে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাটহাজারী পৌরসদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলাসহ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর