ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে পটিয়ার সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে পটিয়ার সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রামের পটিয়ার যুবলীগের সাবেক আহ্বায়ক হাসান উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর সুগন্ধা আবাসিক এলাকার ২ নম্বর রোডের সি ব্লকের একটি বাড়ি থেকে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তৎপরতা বাড়ায়। তদন্তে হাসান উল্লাহর সম্পৃক্ততার প্রমাণ মেলে। পরে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হাসান উল্লাহ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি গোপনে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলেও ধারণা করছে পুলিশ। তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা রয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বলেন, “হাসান উল্লাহ দীর্ঘদিন ধরে পটিয়া ও চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ দলের কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত নিষিদ্ধ দলের মিছিলে সে যোগ দেয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভ্রান্তিমূলক তথ্য ও গুজব ছড়াচ্ছে।”

উল্লেখ্য, হাসান উল্লাহ ২০১৯ সালে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন। গত বছরের আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণরাজনীতি