রাউজানে গণসংহতি আন্দোলনের নেতৃবৃেন্দের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রাউজানে গণসংহতি আন্দোলনের নেতৃবৃেন্দের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর রাতে রাউজান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পূজা উদযাপন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ।

এদিন রাউজানের ৭টি পূজামণ্ডপে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার, সদস্য সচিব ইঞ্জিঃ জাহিদুল আলম আল-জাহিদ, উত্তর জেলা সদস্য শুভাশিস ভট্টাচার্য, রাউজান উপজেলা আহ্বায়ক খালেদ আহমেদ, সদস্য সচিব ইঞ্জিঃ উত্তম দাশ, সদস্য জুলাই যোদ্ধা রাকিব সহ উত্তর জেলা ও উপজেলার নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন।

এ সময় বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি মিলনমেলা, যেখানে সবাই আনন্দ ভাগাভাগি করে। এই পূজা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ধর্মের ভিন্নতা থাকলেও আমরা সবাই একই দেশের নাগরিক, আমাদের সুখ-দুঃখ একে অপরের সাথে জড়িত। আসুন, বৈষম্য ও বিভেদ ভুলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি। দুর্গাপূজা হোক আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের উৎসব।”

এসময় গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর