গণতান্ত্রিক উত্তরণের পথে ৭ নভেম্বরের চেতনা জরুরি: মেয়র ডা. শাহাদাত
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, জাগিয়ে তুলেছিল স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির বার্তা। তিনি বলেন, এই ঐতিহাসিক বিপ্লব দিবস আজও আমাদের অনুপ্রেরণা হয়ে আছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ষোলশহর ২ নং গেইটে অবস্থিত বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, ৭ নভেম্বরের বিপ্লব জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে নতুন যাত্রার সূচনা করেছিল। বর্তমান প্রেক্ষাপটে এ দিনের তাৎপর্য আরও গভীর। বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পর যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা ৭ নভেম্বরের ঐতিহাসিক দিনে সেই নির্বাচনের পথে যাত্রা শুরু করছি।”
মেয়র বলেন, ১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান “উই রিভোল্ট” ঘোষণা দিয়ে যে সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিলেন, তা ছিল জাতির জন্য আশার আলো। তখন পুরো দেশ দিশেহারা, সেই সময়ে তার নেতৃত্বই জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। তিনি শুধু মুক্তিযোদ্ধা নন, জাতির একজন স্থপতিও ছিলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রকৃত রূপকার। তাঁর নেতৃত্বেই দেশ পুনর্গঠনের পথে এগিয়ে যায় এবং জনগণের ক্ষমতায়নের সূচনা ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, নিয়াজ মোহাম্মদ খান, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর বিএনপি নেতা নকিব উদ্দিন ভূইয়া, জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক মহসিন কবির আপেল, আব্দুল আহাদ রিপন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, সালাউদ্দীন কাদের আসাদ ও সাবেক যুগ্ম সম্পাদক জাফরুল হাসান রানা প্রমুখ।
সিটিজিপোস্ট/এমএইচডি




