প্যারা ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়াকে হারিয়ে চট্টগ্রামের ইমামের ব্রোঞ্জ জয়
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

জাপানের শিজওকা শহরে সম্প্রতি অনুষ্ঠিত হলো এইচইউএলআইসি ডাইহাতসু জাপান প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক ২০২৫ প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় প্যারা দলের শাটলার মোহাম্মাদ আলী ইমাম একটি দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার একজন শক্তিশালী খেলোয়াড়কে পরাজিত করে আলী ইমাম এই প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। সেমিফাইনালে পৌঁছানোর মাধ্যমেই বাংলাদেশের এই কৃতী খেলোয়াড়টির ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায়।
চট্টগ্রামের বাকলিয়া অঞ্চলের ছেলে ইমামের জন্য এই অর্জনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক প্যারা টুর্নামেন্টে এটি তার দ্বিতীয়বারের মতো ব্রোঞ্জ মেডেল জয়, যা দেশের জন্য বড় সম্মান বয়ে আনলো। জানা যায়, ইমাম বর্তমানে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি-র ইংরেজি বিভাগে অধ্যয়নরত।
সাবেক বাংলাদেশ জাতীয় দলের শাটলার এবং বর্তমান কোচ সাইফুদ্দীন দলের সাথে কোচ হিসেবে উপস্থিত ছিলেন। তার প্রশিক্ষণ ও অনুপ্রেরণা ইমামের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সিটিজিপোস্ট/এসএসসি




