দুর্দান্ত শুরুর পর থমকে গেল ব্যাটিং, ২৯৬ রানে থামলো টাইগাররা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৩ অক্টোবর, ২০২৫

সৌম্য সরকার ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ভাগে চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদের উপর আধিপত্য দেখান দুই ওপেনার। তবে ইনিংসের শেষ ভাগে এসে গতি হারায় টাইগারদের রানের চাকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ২৯৬ রানে।
প্রথম ২৫ ওভারেই ১৭৬ রান তুলে ফেলে বাংলাদেশ। কিন্তু পরের ২৫ ওভারে যোগ হয় মাত্র ১২০ রান।
ব্যাট হাতে ইনিংসের শুরুতেই ঝড় তোলেন সৌম্য সরকার। ৪ ছক্কা ও ৭ চারে সাজানো ৮৬ বলে ৯১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ওপেনিং জুটিতে সাইফ হাসানও ছিলেন সমান বিধ্বংসী ৭২ বলে ৮০ রান করেন ৬ ছক্কা ও ৪ চারের সাহায্যে।
এরপর নাজমুল হোসেন শান্ত ৪৪, তাওহিদ হৃদয় ২৮ রান করে ফিরেন। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ১৭ বলে ১৭ এবং নুরুল হাসান সোহান অপরাজিত ৮ বলে ১৬ রান করে ইনিংসকে এগিয়ে নিতে পারেনি ৩০০ রানের কোটায়।
শেষদিকে বাংলাদেশের ইনিংসকে চেপে ধরেন আকিল হোসেন। তিনি ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন ৪ উইকেট, যার মধ্যে তিনটি আসে এক ওভারেই (৪৬তম ওভার)। এছাড়া অ্যাথানেজ ২/৩৭, চেজ ও মোতি প্রত্যেকে নেন একটি করে উইকেট।
টাইগারদের ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নামবে ক্যারিবীয়রা। ব্যাট হাতে তাদের ঝড় থামাতে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, নাজমুল ৪৪, হৃদয় ২৮, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ৪/৪১, অ্যাথানেজ ২/৩৭, চেজ ১/৫৩, মোতি ১/৫৩)।
সিটিজিপোস্ট/জাউ




