সাভারে জাতীয় ক্রিকেট লীগে অংশ নিতে চট্টগ্রাম বিভাগীয় নারী দল, দু’দিনের স্কিল ক্যাম্প সম্পন্ন
জাতীয় নারী ক্রিকেট লীগ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত জাতীয় ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ এ অংশ নিতে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বন্দরনগরী ছাড়ছে চট্টগ্রাম বিভাগীয় নারী দল। জাতীয় নারী দলের ক্রিকেটার ফাহিমা খাতুনের নেতৃত্বে সাভারের বিকেএসপিতে আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় এই টি-টোয়েন্টি লীগে অংশ নেবেন তারা।
এদিকে জাতীয় লীগে অংশ নিতে দু’দিনের স্কিল ক্যাম্প শেষ করেছে চট্টগ্রাম নারী দল। মঙ্গলবার সকালে ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। এ সময় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সিহাব উদ্দিন, সদস্য শাহনেওয়াজ রিটন ও বিভাগীয় কোচ মোমিনুল হক উপস্থিত ছিলেন।
ক্যাম্প পরিদর্শন শেষে ক্রিকেটারদের উদ্দেশে বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন বলেন, শুধু ক্রিকেটেই নয়, সবক্ষেত্রে নারীদের কার্যকর অংশগ্রহণ দেশের সামগ্রিক অর্থনীতির জন্য জরুরি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের এই অগ্রযাত্রা অনন্য ভূমিকা রাখছে। তিনি চট্টগ্রাম বিভাগীয় নারী দলের সাফল্য কামনা করে ক্রিকেটারদের সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের সেরাটা উপহার দেওয়ার আহ্বান জানান।
আগামী ৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা বিভাগের।
চট্টগ্রাম বিভাগীয় নারী ক্রিকেট দল: ফাহিমা খাতুন (অধিনায়ক), রুবিয়া হায়দার ঝিলিক (উইকেটকিপার), সানদিহা ইসলাম আশা, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ফেরদৌসি তিথি, তাজনেহার, আকা মল্লিক, মহারুন নেসা জয়া, লিমা খাতুন, ঈশা রহমান, ফারজানা আখতার ববি, মুমতা হেনা হাসনাত সিনথিয়া ও কুলসুমা আখতার।
সিটিজিপোস্ট/এমএইচডি




