অবকাঠামো ঘাটতি কাটিয়ে স্কুল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে জোর দিচ্ছে বিসিবি: আসিফ আকবর
রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

বয়সভিত্তিক ক্রিকেটার তৈরিতে পাহাড়ি অঞ্চলে বিপুল সম্ভাবনা থাকলেও অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের পরিচালক আসিফ আকবর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ আকবর বলেন, “এই এলাকায় ক্রিকেটে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তারা এগোতে পারছে না। পাহাড়ে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে—ফুটবলে পাহাড়ের নারীরা যেমন ভালো করছে, তেমনি নারীদের ক্রিকেটেও যুক্ত করতে আমরা স্কুল পর্যায়ে কাজ শুরু করেছি। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।”
তিনি আরও বলেন, “বয়সভিত্তিক পর্যায়ে সঠিকভাবে ক্রিকেটার তৈরি করতে পারলে ভবিষ্যতে জাতীয় দলের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।”
এসময় স্থানীয় ক্রীড়া অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ক্রীড়াবিদ, সংগঠক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর আবু শাদাৎ মো. সায়েম, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যরা এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা।
সিটিজিপোস্ট/জাউ




