আজও টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৩ অক্টোবর, ২০২৫

সিরিজের নির্ণায়ক ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচে ১-১ সমতা থাকায় আজকের তৃতীয় ওয়ানডেটিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের শেষ ম্যাচেও টস ভাগ্য পাশে পেয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রেন্ডন কিং, আলিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে হার এলে সিরিজে সমতা ফেরায় ক্যারিবীয়রা। তাই আজকের ম্যাচটি দুদলের জন্যই মর্যাদা ও জয়ের লড়াই।




