ওয়ানডেতে প্রথমবারের মত ৫০ ওভার স্পিন, ইতিহাসে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ অক্টোবর, ২০২৫

ওয়ানডেতে প্রথমবারের মত ৫০ ওভার স্পিন, ইতিহাসে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে এমন নজির আগে কখনো দেখা যায়নি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভারই স্পিনার দিয়ে বোলিং করিয়ে।ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং নেয় সফরকারী ক্যারিবীয় দল। প্রথম বল থেকেই স্পিন আক্রমণ শুরু করে তারা। এরপর একে একে পাঁচজন স্পিনারকে ব্যবহার করে টাইগারদের ইনিংসের পুরোটা সময়।

ওয়ানডে ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ড ছিল ৪৪ ওভার, যা তিনবার করেছে শ্রীলঙ্কা। এছাড়া ওমান করিয়েছিল ৪৩.৩ ওভার এবং শ্রীলঙ্কা আরও পাঁচবার করিয়েছে ৪৩ ওভার করে। কিন্তু এবার সব রেকর্ড পেছনে ফেলে ৫০ ওভারের পুরো স্পিন বোলিং করিয়ে নতুন ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরের স্লো ও টার্নিং উইকেট দেখে স্পিন ছাড়া বিকল্প নেই—এই উপলব্ধি থেকেই দ্বিতীয় ম্যাচে কৌশলে বড় পরিবর্তন আনে সফরকারীরা। এজন্য বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে দ্বিতীয় ওয়ানডের আগে উড়িয়ে আনা হয়। ম্যাচের শুরু থেকেই স্পিনার দিয়ে আক্রমণ শুরু করে তারা, যা ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসেও প্রথম।

এদিন মোট পাঁচজন স্পিনার ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে চারজন নিয়মিত স্পিনার হলেও অবাক করার মতো পারফরম্যান্স দেখান পার্ট-টাইম স্পিনার আলিক আথানেজ। ক্যারিয়ারে প্রথমবার পূর্ণ ১০ ওভার বল করে মাত্র ১৪ রানে ১ উইকেট তুলে নেন তিনি। তার বিপক্ষেও বাংলাদেশের ব্যাটাররা কার্যকর কোনো আক্রমণ চালাতে পারেননি।

বাংলাদেশ ব্যাটিং ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। ইনিংসের শেষদিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসেই এ রান টপকায় স্বাগতিকরা।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
খেলা