রাউজানে অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের ’৯৭ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন
রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ’৯৭ ব্যাচের রজত জয়ন্তী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী রঙিন আয়োজন, স্মৃতিচারণ ও সহপাঠীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি অদুদিয়া সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে ফিরে আসে। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। দেশ-বিদেশ থেকে আগত ’৯৭ ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেন।
আড্ডা, কোলাকুলি, শৈশব–কৈশোরের স্মৃতি আর দীর্ঘদিন পর সহপাঠীদের পুনর্মিলনে অনুষ্ঠানস্থল জুড়ে ছিল আবেগঘন পরিবেশ। পাশাপাশি ছিল কেক কাটা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ। উদযাপন পরিষদের আহ্বায়ক ও জাতীয় চিত্রশিল্পী কাজী মোহাম্মদ মনসুর মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দীন, অধ্যাপক শহিদুল আলম চৌধুরী, প্রধান শিক্ষক দীপক কুমার মুৎসুদ্দি, চিত্রশিল্পী জিয়া উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা ও বিশিষ্ট ব্যাংকার শওকত হোসেন।
বক্তারা বলেন, শিক্ষাজীবনের স্মৃতি মানুষকে আজীবন পথ দেখায়। রজতজয়ন্তীর এমন আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ ও বিদ্যালয়ের উন্নয়নে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা দানবীর মরহুম আব্দুল অদুদ চৌধুরীর স্মারক ফলক উদ্বোধন করা হয়। তাঁর অবদান স্মরণ করে বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনব্যাপী নানা আয়োজন শেষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রজত জয়ন্তী উৎসবের পরিসমাপ্তি ঘটে।




