রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয়দের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ ছিল।

নুরুল আবছারের সভাপতিত্বে এবং মাস্টার মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এটিএম রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্য দেন অধ্যাপক গফুর আহমদ।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ফরহাদুল আলম জুয়েল, আবু বক্কর সিকদার, ডা. মামুন, রাশেদুল ইসলাম, মাস্টার আজিজুল ইসলাম, মাওলানা আহমদুর রহমান, হুমায়ুন সিকদার, মাস্টার নজির আহমদ, শাহআলম, মুহাম্মদ মুছা, অলি আহমদ, মাস্টার জানে আলম এবং মুহাম্মদ ইউসুফ।

বৈঠকে বক্তারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা স্থানীয় উন্নয়ন, শিক্ষাখাতের সার্বিক অগ্রগতি, সড়ক–যোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন জনসেবামূলক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জনগণের সুবিধার্থে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের গণসংযোগ স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ায় এবং এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈঠকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্থানীয়রা সমর্থন ব্যক্ত করেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর