দোভাষীবাজারে হকার উচ্ছেদ ও ব্যবসায়ী সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

দোভাষীবাজারে হকার উচ্ছেদ ও ব্যবসায়ী সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাঙ্গুনিয়া উপজেলার দোভাষী বাজারে হকার উচ্ছেদ ও বাধা দিতে গেলে ব্যবসায়ী সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ী সমাজ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দোভাষী বাজারে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার চত্বর থেকে লিচুবাগান প্রদক্ষিণ করে দোভাষী বাজার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সমিতির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজাদ, সদস্য আবদুল অদুদ, মোহাম্মদ জাহাঙ্গীর ও মো. ফরিদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল হক একজন সজ্জন ব্যক্তি এবং বাজারের ব্যবসায়ীদের সুখ–দুঃখের সাথী। সম্প্রতি একদল দুর্বৃত্ত বাজারে এসে হকার উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তারা সভাপতির ওপর হামলা করে। এ ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ী সমাজ দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর