রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক রাঙ্গুনিয়া গড়তে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং সামাজিক ও মানবিক সংগঠন ও প্রবাসী দায়িত্বশীলদের সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার একটি রেস্টুরেন্টে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আহলে সুন্নাত ওয়াল জামআতের আইন বিষয়ক সচিব এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান। তিনি সকলের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে মানবিক রাঙ্গুনিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পীরে তরিকত শাহযাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী।
এছাড়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও দরবারে বেতাগী আস্তানার সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা পীরজাদা পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান মুহাম্মদ খলিলুর রহমান, আর পরিচালনা করেন মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আজীজুল হক আলকাদেরী, জননেতা মুহাম্মদ করিম উদ্দীন হাছান, মুফতি সাইফুল ইসলাম আলকাদেরী, অনুমানে খোদ্দামুল মুসমলেমিন ওমানের কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ সাইফুদ্দীন, অধ্যক্ষ আল্লামা মারফত নুর আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা নাছির উদ্দীন, লায়ন সৈয়দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা মুহাম্মদ করিম উদ্দীন নূরী, কাজী মুহাম্মদ আইয়ুব ও মুহাম্মদ সাইদুল হক সাহেদ।
সংবর্ধেয় অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন মাষ্টার মাহমুদুর রশীদ মাসুদ, মাষ্টার মুহাম্মদ শাহ্ শাওন, মুহাম্মদ ছানা উল্লাহ্ নূরী, মুহাম্মদ দিদারুল আলম দিদার, মাওলানা কাজী মুহাম্মদ জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ, যুবনেতা মুহাম্মদ শহীদুল ইসলাম খোকন, ছাত্রনেতা মুহাম্মদ শাহে এমরান রণি, ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দীন আলকাদেরী, আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল জলিল, হাজী মুহাম্মদ মনির আহমদ এবং মুহাম্মদ আবু সালেহ।
উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান ছাড়াও ওফাতপ্রাপ্ত পীর, মাশায়েক-আলেম ওলামা ও সাংগঠনিক নেতৃবৃন্দের স্মরণে দোয়া করা হয় এবং প্রবাসী সাংগঠনিক দায়িত্বশীল ওফাতপ্রাপ্তদেরকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান মাওলানা জহরুল আনোয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া প্রতিনিধি আব্দুল মোতালেব, কাজী মাওলানা মামুনুর রশীদসহ সাংবাদিক, বিভিন্ন সামাজিক, মানবিক, আধ্যাত্মিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের প্রতিনিধি এবং নেতৃবৃন্দ।
সিটিজিপোস্ট/এমএইচডি




