ফটিকছড়িতে হালদায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

সিটিজি পোস্ট প্রতিবেদক

ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

ফটিকছড়িতে হালদায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানাতে গিয়ে হামলার শিকার এক স্থানীয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উক্ত ঘটনার প্রতিবাদে শনিবার (১৫ নভেম্বর) সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী।

সকাল ১০টার দিকে সুয়াবিল শাহ ছোবহানিয়া সড়কের সামনে ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা। পরে তারা প্রায় আধাঘণ্টা নাজিরহাট–কাজিরহাট সড়ক অবরোধ করে রাখেন, এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আবুল কাশেম ফারুকী, মো. ইরফান উদ্দীন, আরমান উদ্দিন ও এম. এয়াকুব আলী বাদশাসহ এলাকাবাসী। বক্তারা বলেন, হালদা নদী দেশের গুরুত্বপূর্ণ মৎস্য–বৈচিত্র্যের ভাণ্ডার ও পরিবেশগত সম্পদ। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী পরিবেশ, আশপাশের অবকাঠামো ও মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

গত শুক্রবার পূর্ব সুয়াবিলে অবৈধ বালু পরিবহনের প্রতিবাদ জানাতে গেলে বালু চক্রের একদল সদস্য ইসলামী যুবসেনার উত্তর জেলা সাধারণ সম্পাদক আবুল ফয়েজ তুহিন–এর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, হামলাকারীদের গ্রেপ্তার এবং নদী রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ‘‘ঘটনার পর তিনি সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। হালদা নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। হামলার ঘটনায় মামলা গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর