রাঙ্গুনিয়ায় ৩৫ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় ৩৫ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাচাত ভাইকে খুনের মামলায় ৩৫ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মুসা (৫৫) প্রকাশ বাইল্যাককে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। মুসা হোসনাবাদ ইউনিয়নের পূর্ব খীলমোগল এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

আদালত ও পুলিশের তথ্যে জানা যায়, ১৯৯১ সালের ৮ জানুয়ারি ভারী বস্তুর আঘাতে আপন চাচাত ভাইকে খুনের অভিযোগে আদালত মুসাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তিনি পলাতক হয়ে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের ওমানে থাকেন। দুই সপ্তাহ আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, চাচাত ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর