পটিয়ায় গণসংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

পটিয়ায় গণসংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে গণসংহতি দিবস। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে পটিয়া বাইপাস এলাকায় আলোচনা সভা ও পরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি পটিয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল।

বক্তব্যে গাজী শাহজাহান জুয়েল বলেন, “তৃণমূল বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। সব অশুভ শক্তিকে প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে। গণসংহতি দিবস আমাদের ঐতিহাসিক প্রেরণা, এই চেতনা ধারণ করে জনআন্দোলনকে এগিয়ে নিতে হবে।”

সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, “গণসংহতির চেতনায় বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। অন্যায়-দুঃশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন সফল করতে তৃণমূল নেতাকর্মীদের আরও সংগঠিত হতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, সাইফুদ্দিন সালাম মিটু, জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কবির, সাবেক কমিশনার মো. ইব্রাহিম, জেলা বিএনপির সদস্য এসএম সুমন, বিএনপি নেতা জসিম উদ্দিন মাস্টার, মো. হারুনুর রশিদ, আব্দুল মোনাফ, মফজল আহমদ চৌধুরী, আব্দুল জলিল, আবু জাফর, হাজী নজরুল ইসলাম, জিল্লুর রহমান, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের নেতা জমির উদ্দিন মানিক, যুবদল নেতা রবিউল হোসেন বাদশা, গাজী মনির, ফরিদ আহমদ, মুনসুর আমিরী, ছাত্রদল নেতা রবিউল হোসেন রবি, ইব্রাহিম মির্জা, আব্দুল্লাহ মারুফ প্রমুখ।

শোভাযাত্রায় দক্ষিণ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ