চট্টগ্রামে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা মো. জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চকবাজার এলাকার মেহের ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. জামাল রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চকবাজার থানা ও রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার অভিযান শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম