মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ সেপ্টেম্বর, ২০২৫

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে ৩-২ ব্যবধানে ডিসি ইউনাইটেডকে হারিয়েছে ইন্টার মায়ামি।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ম্যাচে প্রথমার্ধে একটি অ্যাসিস্টের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।

প্রথমার্ধের ৩৫তম মিনিটে মেসির পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে মায়ামিকে এগিয়ে নেন। বিরতির পর ৫৩তম মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের গোলে সমতায় ফেরে ডিসি ইউনাইটেড। তবে ৬৬তম মিনিটে মেসির গোলে আবারও এগিয়ে যায় মায়ামি। ৮৫তম মিনিটে তার দ্বিতীয় গোল দলকে নিরাপদ লিড এনে দেয়। মৌসুমে এটি তার ২২তম গোল, যা তাকে গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষে তুলেছে।

শেষ মুহূর্তে জ্যাকব মুরেলের গোলে ব্যবধান কমালেও জয় নিশ্চিত হয় মায়ামির। এ ম্যাচে মেসির দুটি গোলে জর্দি আলবা ও সার্জিও বুসকেতস অ্যাসিস্ট দেন। গোলরক্ষক অস্কার উস্তারি করেন চারটি সেভ।

এই জয়ে ইন্টার মায়ামি (১৫-৬-৭) ইস্টার্ন কনফারেন্সে ৫ম স্থানে উঠে এসেছে। দলটি আগামী বুধবার চতুর্থ স্থানে থাকা নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে। অন্যদিকে ডিসি ইউনাইটেডের পরবর্তী প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন।

ক্যাটাগরি:
খেলা