তবে কি চট্টগ্রাম-৯ আসনে তামিম ইকবালের হাতে উঠছে ধানের শীষ?
চূড়ান্ত সিদ্ধান্ত এখন বিএনপির শীর্ষ নেতৃত্বের হাতে
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। দলটির শীর্ষ ও আলোচিত নেতাদের বেশ কয়েকজন এবার মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মোট ১৩টি আসনের প্রার্থী নাম থাকলেও বিশেষ করে চট্টগ্রাম-৯ (বাকলিয়া–কোতোয়ালি–চকবাজার আংশিক) আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে একই দিন ঘোষিত তালিকায় চট্টগ্রাম-৯ (বাকলিয়া–কোতোয়ালি–চকবাজার আংশিক) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের নাম ঘোষণা করা হলেও কিছুক্ষণ পর তা স্থগিত করা হয়। ঘোষণার সময় ভিডিওতে দেখা যায়, কেউ এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানান আবু সুফিয়ানের নাম ঘোষণা ভুল হয়েছে। এরপরই তা স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের পর থেকেই আসনটিকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়।
এর মধ্যে সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাতের নাম সর্বাধিক উচ্চারিত হলেও পরবর্তীতে জানা যায় সিটি মেয়রদের নিয়ে কৌশলগত অবস্থান নেওয়ার কারণে সম্ভাব্য প্রার্থী তালিকায় বাদ পড়া সিটি মেয়রদের সিটি করপোরেশন নির্বাচনেই মনোনিবেশের উদ্যােগ নিয়েছে বিএনপি। সে হিসেবে মেয়র শাহাদাতের সংসদ নির্বাচনের করার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেলে এরপর গুঞ্জন শোনা যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিতে দেখা গিয়েছিলো তামিম ইকবাল খানকে। এছাড়া বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে তামিমের উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
এবিষয়ে সিটিজি পোস্ট তামিম ইকবালের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ভাই আমি এখন কোন কথা বলবো না।"
পরের প্রশ্নে চট্টগ্রাম-৯ আসনের হয়ে নির্বাচনের কোন সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমি যদি কোনো ধরনের পলিটিক্স করতাম তাহলে তো দেখতেন আমি পলিটিক্স করতেছি। আপনার কি আমাকে দেখে মনে হয় আমি কোন ধরনের পলিটিক্সের সাথে ইনভল্বড। এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না ভাই, ধন্যবাদ।"
এখন প্রশ্ন থেকেই যায়, তামিম ইকবালের সংসদ নির্বাচনের। এদিকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিটি মেয়র ডা: শাহাদাত বলেন, ‘‘সামনে যে নির্বাচন সে নির্বাচনে আমার ইচ্ছা ছিলো এমপি ইলেকশন করার। তারপরও কেন্দ্রের যে সিদ্বান্ত সে সিদ্বান্ত অনুযায়ী কেন্দ্র যা চাই তাই হবে।’’ পরবর্তী বিএনপির সিটি মেয়রদের নিয়ে সিটি করপোরেশন নির্বাচনের মনোনিবেশের উদ্যোগের কৌশলগত কারণেই ডা: শাহদাতের নির্বাচন প্রসঙ্গ ক্ষীণ হয়ে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ এই চট্টগ্রাম-৯ আসনে প্রার্থীতা না দেওয়ায় আলোচনায় এসেছেন হেভিওয়েট বেশ কিছু প্রার্থীর নাম। তবে কৌশলগত ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই আসনে ধানের শীষের হয়ে তামিম ইকবালের নাম সর্বাধিক উচ্চারিত। তিনিও হতে পারেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপির ট্রামকার্ড।
এদিকে চট্রগ্রামের যেসব আসনে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করা হয় নি সেসব বিষয়ে দলীয় সূত্র জানা যায়, স্থানীয় নেতৃত্বের অবস্থান, জোটগত সমন্বয় এবং নীতি-নির্ধারকদের পর্যবেক্ষণের ভিত্তিতে এই আসনের প্রার্থী নির্ধারণে সময় নেওয়া হচ্ছে। প্রয়োজনে ঘোষিত তালিকায় পরিবর্তন বা সংযোজনের সুযোগ রাখছে বিএনপি।
এ বিষয়ে পূর্বে মির্জা ফখরুল বলেন, “যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে যারা ছিলেন, তারা অনেক আসনেই প্রার্থী দিতে পারেন। আমরাও দিতে পারি। রাজনৈতিক সমন্বয়ের স্বার্থে তালিকায় পরিবর্তনের সুযোগ সবসময়ই থাকবে।”
মির্জা ফখরুলের এই রাজনৈতিক সমন্বয়ে দ্বন্দ এড়াতে তামিম ইকবাল হতে পারেন বিএনপির এক সম্ভাবনা।
উল্লেখ্য, চট্রগ্রাম জেলায় ১৬টি সংসদীয় আসন। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার আংশিক)। পূর্বের ইতিহাস বলছে, এই আসন থেকে যে দল জয়ী হয়, সেই দলই সরকার গঠন করে। আবার চট্টগ্রাম-৯-এর সংসদ সদস্য স্থান পান সরকারের মন্ত্রিসভায়ও। ১৯৯১ থেকে অনুষ্ঠিত প্রায় সব কটি সংসদ নির্বাচনে এমনটিই ঘটে এসেছে। তাই এবার এই আসনে বিএনপির মনোনয়ন পেতে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ চলছে। বিশেষ করে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। এদিকে জামায়াতে ইসলামী আগেভাগেই প্রার্থী ঠিক করে ফেলায় চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের প্রার্থী ড. এ কে এম ফজুলল হক একা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
চূড়ান্ত সিদ্ধান্ত এখন বিএনপির শীর্ষ নেতৃত্বের হাতে। চোখ এখন গুলশানের দিকে— তামিমের হাতে কি ধানের শীষ উঠছে?




