সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৫ সালের ব্যালন ডি’অরের মঞ্চে শেষ হাসি হাসলেন উসমান দেম্বেলে। রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়ের পাপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই সম্মানজনক পুরস্কার জিতলেন তিনি।
দেম্বেলের এই জয়ের মাধ্যমে দেশ হিসেবে আর্জেন্টিনার পাশে নাম লিখিয়েছে ফ্রান্স। এখন দুই দেশেরই সমান ৮টি করে ব্যালন ডি’অর রয়েছে। তবে পার্থক্য হলোআর্জেন্টিনার সবকটি এসেছে লিওনেল মেসির একার হাত ধরে, অন্যদিকে ফ্রান্সের হয়ে ৬ জন আলাদা খেলোয়াড় মিলে এই সাফল্য এনে দিয়েছেন।আর্জেন্টিনা: মোট ৮টি (সবগুলো লিওনেল মেসির) ফ্রান্স: মোট ৮টি (৬ জন ভিন্ন খেলোয়াড়ের মধ্যে ভাগ করা) জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল: ৭টি করে ব্রাজিল, ইতালি: ৫টি করে
ফ্রান্সের ব্যালন ডি’অরজয়ীরা রাইমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জ্যাঁ পিয়ের পাপিন (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮), করিম বেনজেমা (২০২২) ও উসমান দেম্বেলে (২০২৫)।